thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

পুরান ঝড়ে উড়ে গেলো ভারত

২০২৩ আগস্ট ০৭ ১৪:১১:২৬
পুরান ঝড়ে উড়ে গেলো ভারত

দ্য রিপোর্ট ডেস্ক:ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচেও হেরেছে ভারত। এই ম্যাচে দুই উইকেটে হেরেছে সফরকারী দল।

রোববার এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫২ রান সংগ্রহ করে হার্দিক পান্ডিয়ার দল। দলের পক্ষে তিলক বর্মা হাফ সেঞ্চুরি করেছেন। এছাড়া শুভমন গিল (৭) এবং সূর্যকুমার যাদবের (১), ঈশান কিশন ২৭, অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ২৪ আর অক্ষর প্যাটেল ১২ বলে ১৪ রান করেন।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে উইন্ডিজ়। হার্দিক প্রথম ওভারে দুই উইকেট তুলে নেন। এরপরেই নিকোলাস পুরান ২৯ বলে অর্ধশতরান করেন। তার ৪০ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে নিশ্চিন্ত জয়ের দিকে নিয়ে যায়। রভমেন পাওয়েল এবং শিমরন হেটমেয়ারও তাকে সাহায্য করেছেন তাকে।

পাঁচ ম্যাচ সিরিজের পরের ম্যাচটি মঙ্গলবার। এই ৩ ম্যাচের মধ্যে একটিতে হারলেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়ে যাবে ভারতের।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর