thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ডেঙ্গু রোগের টিকা এখনও প্রক্রিয়াধীন:  স্বাস্থ্যমন্ত্রী 

২০২৩ আগস্ট ০৭ ১৯:২১:৫৬
ডেঙ্গু রোগের টিকা এখনও প্রক্রিয়াধীন:  স্বাস্থ্যমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু রোগের টিকা এখনও প্রক্রিয়াধীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) অনুমোদনের পরপরই দেশে ডেঙ্গুর রোগের টিকা আনার চেষ্টা করা হবে।

সোমবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান' সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, ডেঙ্গু রোগী বাড়ছে সব মাত্রা বিবেচনায়।

অনুপাতে মৃত্যু না বাড়লেও রোগী বাড়ার বিবেচনায় মৃত্যু বাড়ছে। এ অবস্থায় স্যালাইনের প্রয়োজনও বাড়ছে। প্রতিদিন গড়ে ৪০ হাজার ব্যাগ লাগছে। হাসপাতালগুলো হিমশিম খেলেও চিকিৎসায় কোনো ঘাটতি পড়ছে না।
তিনি আরও বলেন, ডেঙ্গু মৌসুমে ঝুঁকি বাড়লেও আশা করা যায়, সরকার সামাল দিতে পারবে।

এসময় মন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে দেশে নারীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দেওয়া শুরু হবে। ১০ বছর থেকে ১৪ বছর বয়সী মেয়েদের টিকা দেয়া শুরু হবে। এ পর্যন্ত সাড়ে ২৩ লাখ ডোজ এসেছে। নভেম্বর থেকে আরও আসবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আগামী ৫ বছরে ১০ কোটি কলেরা টিকা পাবে। এতে খরচ হবে ৬০০ কোটি টাকা তবে জনগণ এই টিকা পাবেন বিনামূল্যে।

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর