thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

ইমরান খানের রায়ের বিরুদ্ধে  পিটিআইয়ের আপিল

২০২৩ আগস্ট ০৮ ১৩:৪০:৪৩
ইমরান খানের রায়ের বিরুদ্ধে  পিটিআইয়ের আপিল

দ্য রিপোর্ট ডেস্ক:সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তার বিরুদ্ধে তোশাখানা মামলায় দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে। তারা জানায়, পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ন্যায়বিচার পাননি।

গতকাল সোমবার (৭ আগস্ট) দলটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। পিটিআই বলছে, ইমরান খান ন্যায়বিচার পাননি। এই মামলায় আবারও শুনানি হোক।

তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর গত শনিবার ইমরানকে লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ইসলামাবাদের কাছে অ্যাটক জেলার একটি কারাগারে রাখা হয়েছে।

এদিকে এই আপিলের আগে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পান তার আইনজীবীরা। তার আইনজীবী নাঈম পানঝুতা এই তথ্য নিশ্চিত করেন।

এদিকে ইমরান খানের কারাগার পরিবর্তনে আবেদন করেছে পিটিআই। তাকে অ্যাটক কারাগার থেকে আদিয়াল কারাগারে নেওয়া হোক। একই সঙ্গে তাকে বিশেষ সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

ইমরানের কারাগার পরিবর্তনের আবেদনে বলা হয়েছে, তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। সমৃদ্ধ পরিবার থেকে উঠে আসা ইমরান সামাজিক ও রাজনৈতিক কারণে উন্নত জীবনযাপনে অভ্যস্ত। এসব বিবেচনায় নিয়ে তাকে আদিয়াল কারাগারে স্থানান্তর করা হোক। সূত্র: জিও নিউজ।

রেডিওটুডে নিউজ/আনাম

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর