thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

হাইকোর্টের  এজলাসে  আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীদের  হট্টগোল

২০২৩ আগস্ট ০৮ ১৩:৪৪:৫৯
হাইকোর্টের  এজলাসে  আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীদের  হট্টগোল

দ্য রিপোর্ট প্রতিবেদক:হাইকোর্টের এজলাসে হট্টগোল করেছে আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা। অনলাইনসহ সব মাধ্যমে তারেক রহমানকে নোটিশ দিতে হবে কি না হাইকোর্টের আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করার পরেই এ হট্টগোল শুরু হয় এজলাসে।

মঙ্গলবার (৮ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান এ আদেশ দেন।

এর আগে বুধবার তারেক- জুবাইদার দুর্নীতি মামলার রায় দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান। রায়ে তারেক রহমানের ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ডের দেয়া হয়। ছাড়া তারেককে তিন কোটি টাকা ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এ রায়ের পরেই সুপ্রিম কোর্টে আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীরা মুখোমুখি মিছিল করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা আওয়ামীপন্থি সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষ ভাঙচুর করে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর