thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ডিএসইর নতুন এমডি তারিকুজ্জামান

২০২৩ আগস্ট ০৯ ১৫:৫৬:৪৮
ডিএসইর নতুন এমডি তারিকুজ্জামান

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

ড. এটিএম তারিকুজ্জামান এ বিষয়টিনিশ্চিত করেছেন। তিনি বলেন, কমিশন সার্বিক বিবেচনা করে আমাকে ডিএসইর এমডি হিসেবে নিয়োগ দিয়েছে। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব।

এর আগে সোমবার (৭ আগস্ট) এমডি পদে নিয়োগ চেয়ে ড. এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিহুর রহমান এবং ন্যাশনাল ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন এম নাসেরের নাম কমিশনে পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। যার আলোকে কমিশন এটিএম তারিকুজ্জামানকে এমডি পদে নিয়োগের অনুমোদন দেয়।

গত বছরের সেপ্টেম্বরে ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের পর ডিএসইতে শীর্ষ নির্বাহীর পদটি শূন্য হয়।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর