thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

বান্দরবানে বৃষ্টিতে জনজীবনে বিপর্যয় 

২০২৩ আগস্ট ০৯ ১৬:৩৬:১০
বান্দরবানে বৃষ্টিতে জনজীবনে বিপর্যয় 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বান্দরবানে গেল কয়েক দিনের বৃষ্টিতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। ইতোমধ্যে বৃষ্টিপাত বন্ধ হওয়ায় জেলার নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে। এ ছাড়াও বিদ্যুৎ অফিস পানিতে তলিয়ে যাওয়ায় চার দিন ধরে জেলা শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

বুধবার (৯ আগস্ট) স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, জেলা সদরের সঙ্গে ছয়টি উপজেলার সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। মঙ্গলবার থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। বিদ্যুৎ অফিস পানিতে তলিয়ে যাওয়ায় চার দিন ধরে জেলা শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে মোবাইল নেটওয়ার্কেও।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, বান্দরবানে চলমান দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বান্দরবান জেলায় সর্বমোট সাড়ে ৯ হাজার ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয়কেন্দ্রে এসেছেন। এ ছাড়াও ৮ হাজার মানুষ পানিবন্দি ছিল এবং প্রতি উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর