thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নতুন কমিটি ঘোষণা

২০২৩ আগস্ট ১০ ১২:৫১:৫৮
মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নতুন কমিটি ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন আগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

বুধবার (৯ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক- শরীফ উদ্দিন জুয়েল, যুগ্ম আহ্বায়ক- মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক- খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক- এম এ গাফফার, ইকবাল হোসেন ও মুকিত হোসেন এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

এর আগে মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলামকে (শ্রাবণ) সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর