thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

"কর্মসূচির আগে বিএনপির নেতারা বিশেষ কোনো রাষ্ট্রদূতদের অফিসে যায়"

২০২৩ আগস্ট ১০ ১৭:০৭:৩৭

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন মূলত নির্বাচন বানচাল করা। এর জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। কোনো কর্মসূচির আগে বিএনপি নেতারা বিশেষ কোনো রাষ্ট্রদূতদের বাসায় অথবা অফিসে যায়

বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, রাজনীতি বাংলাদেশে কিন্তু তারা চলে বিদেশীদের পরামর্শে। বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা কাজ করে যাচ্ছে। বর্তমানে রাজনৈতিক কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত তারা। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে খুব একটা লাভ হবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রতি যতক্ষণ সাধারণ মানুষের সমর্থন আছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই ঘায়েল করা সম্ভব না। এখনও দেশের ৭০ ভাগ মানুষ মনে করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিকভাবে চলছে। তাই রাজনৈতিক কর্মসূচির নামে কোনো সহিংসতা, জালাও পোড়াও হলে তা কঠোরভাবেই দমন করা হবে।

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর