thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সরকার তারেক রহমানকে ভয় পায় বলেই তাকে সাজা দিয়েছে:  রিজভী 

২০২৩ আগস্ট ১০ ১৭:১৬:০২
সরকার তারেক রহমানকে ভয় পায় বলেই তাকে সাজা দিয়েছে:  রিজভী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন করে জনগণকে ধোঁকা দিচ্ছে সরকার। তারা গোটা জাতিকে বোকা মনে করছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলায় দেয়া সাজার প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

পিরোজপুর জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে রুহুল কবির রিজভী বলেন, সরকার তারেক রহমানকে ভয় পায় বলেই তাকে সাজা দিয়েছে। প্রশ্ন তোলেন, এত উন্নয়নের পরেও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কোথায়?

উন্নয়নের নামে আওয়ামী লীগের নেতারা কত হাজার কোটি টাকা পাচার করেছে সেটা সবাই জানে বলেও মনে করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি নেতাদের কিভাবে দ্রুত সাজা দেয়া যায় সে পরিকল্পনা করা হচ্ছে। সরকারের পতনের সাইরেন বেজে উঠেছে বলেও মন্তব্য করেন রিজভী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর