thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দুই দিনের মধ্যে নতুন কর্মসূচি দিচ্ছে  বিএনপি

২০২৩ আগস্ট ১১ ২০:৩৯:২৬
দুই দিনের মধ্যে নতুন কর্মসূচি দিচ্ছে  বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকার পতনের চলমান আন্দোলনে আগামী দুই দিনের মধ্যে নতুন কর্মসূচি আসছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে বিএনপির গণমিছিলের সমাপনী বক্তব্যে এই তথ্য জানান তিনি।

বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন জীবন দিয়ে হলেও রাজপথের আন্দোলনে সরকার পতন ঘটানো হবে।

আন্দোলন সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আগামী দুদিনের মধ্যে আসছে সরকার পতনের নতুন কর্মসূচি।

যুগপৎ আন্দোলনে মহানগর উত্তর বিএনপির গণমিছিলে বৃষ্টি উপলক্ষে করে ব্যানার, ফেস্টুন, মিছিল আর স্লোগানে প্রতিবাদ জানান বিএনপি কর্মীরা। সড়কজুড়ে ছিলো দলীয় কর্মীদের ভিড়ে।

বাড্ডা সুবাস্তু নজরভ্যালীর সামনে থেকে শুরু হয় কেন্দ্রীয় কর্মসূচি একদফার গণমিছিল। মালিবাগে গিয়ে শেষ হওয়া মিছিলের নেতৃত্ব দেন বিএনপির শীর্ষ নেতারা। ছিলেন বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা।

নগরীর দক্ষিণেও গণমিছিল করেছে মহানগর বিএনপি। কমলাপুর থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত এ মিছিলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির নেতারা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর