thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

দুইদিনে সাড়ে ৫ লাখের শিক্ষার্থীর ভর্তির আবেদন

২০২৩ আগস্ট ১২ ১২:৩২:২৫
দুইদিনে সাড়ে ৫ লাখের শিক্ষার্থীর ভর্তির আবেদন

দ্য রিপোর্ট প্রতিবেদক: গত বৃহস্পতিবার থেকে একাদশে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। তবে গত দুইদিনে সাড়ে ৫ লাখের বেশি শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে আবেদন করেছেন।

গত বৃহস্পতিবার থেকে একাদশে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। তবে গত দুইদিনে সাড়ে ৫ লাখের বেশি শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে আবেদন করেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার থেকে শুক্তবার সন্ধ্যা পর্যন্ত ৫ লাখ ৬৫ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। আবেদনকৃতরা ৩১ লাখের বেশি আসন পছন্দ দিয়েছেন।

এবার একাদশে ভর্তিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে। আর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। সে হিসেবে একাদশ শ্রেণিতে প্রায় ১০ লাখ আসন ফাঁকাই থেকে যাবে।

কলেজের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে ও এসব আসনে ভর্তির জন্য মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। বাকি ৭ শতাংশ আসনে কোটায় শিক্ষার্থী মনোনয়ন দেয়া হবে।

আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তির জন্য কোনো পরীক্ষা বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কেবল অনলাইনে আবেদন করা যাবে। তবে, আদলতের আদেশে চার্চ পরিচালিত কলেজগুলো নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করবে

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর