thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

নিরপেক্ষ সরকার গঠনে সংকট সমাধান : ভাষা মতিন

২০১৩ নভেম্বর ১২ ২১:৫৪:১৮
নিরপেক্ষ সরকার গঠনে সংকট সমাধান : ভাষা মতিন

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ভাষাসৈনিক আবদুল মতিন তার বার্তায় বলেছেন, নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করলেই চলমান রাজনৈতিক সংকট সমাধান হয়ে যাবে। ওই বার্তায় ভাষাসৈনিক আরো বলেছেন, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে তার বাসভবনে অনেকটা অবরুদ্ধ রাখার খবর অন্য নাগরিকের মতো তারও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দিন আহমেদ, সাবেক বিচারপতি আবদুর রউফ ও কবি আল মাহমুদ।

তাদের সঙ্গে ভাষাসৈনিক আবদুল মতিনেরও যাওয়ার কথা ছিল। কিন্তু শারিরীক অবস্থার কারণে তিনি যেতে পারেননি বলে জানান এমাজউদ্দিন আহমেদ। এ সময় তিনি ভাষাসৈনিক আবদুল মতিনের একটি লিখিত বার্তা উপস্থিত সাংবাদিকদের কাছে পৌঁছে দেন। এই একই বার্তা বিরোধীদলীয় নেত্রীর হাতেও পৌঁছে দেওয়া হয় বলে জানান ঢাবির এই সাবেক ভিসি।

বার্তায় ভাষাসৈনিক আবদুল মতিন বলেন, চলমান সংকট নিরসনে দুই নেত্রীকেই উদ্যোগী হতে হবে। এ সময় সরকারি ও বিরোধী দলকে সংলাপের মাধ্যমে নিরপেক্ষ সরকার গঠনের আহবান জানান তিনি।

বিরোধীদলীয় নেতাকে নজরবন্দী কিংবা অবরুদ্ধ করা চলমান সংকটকে আরো তীব্র করবে। এটা গণতন্ত্রের জন্য আরো বিপদ ডেকে আনবে বলেও মন্তব্য করেন তিনি।

বার্তায় ভাষাসৈনিক মতিন বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমি উদ্বিগ্ন। নাগরিকরা চরম নিরাপত্তা হীনতায় রয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কেউ যেন নিরাপদ নয়। খালেদা জিয়ার বাসায় পানি সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এসবি/এইচএসএম/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর