thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আওয়ামী লীগ সরকার সব সময় ইসলামের খেদমত করে:  প্রধানমন্ত্রী 

২০২৩ আগস্ট ১৩ ১৩:০৮:৩৯
আওয়ামী লীগ সরকার সব সময় ইসলামের খেদমত করে:  প্রধানমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার সব সময় ইসলামের খেদমত করে আসছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ এর বিজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইসলামের বাণী ছড়িয়ে দিতে সারাদেশে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। কেউ যেন ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

কওমি মাদরাসার উন্নয়নের সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, কওমি মাদরাসা দীর্ঘদিন অবহেলিত ছিল। স্বীকৃতি দিয়েছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বায়তুল মোকাররমের উন্নয়ন প্রকল্প ও ঢাকা ক্যান্টনমেন্টে মসজিদ নির্মাণের কাজ বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, আর মাত্র এগারো হাজার মানুষকে ঘর দিলে গৃহহীন মুক্ত হবে বাংলাদেশ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর