thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নো কেয়ারটেকার, নো  প্রাইমিনিস্টার ডেজিগনেশন:  ওবায়দুল কাদের

২০২৩ আগস্ট ১৪ ১৭:৫৯:২৬
নো কেয়ারটেকার, নো  প্রাইমিনিস্টার ডেজিগনেশন:  ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘নিশ্চিত থাকুন পরিবর্তন আসছে’ এমন বক্তব্যকে হাওয়া থেকে পাওয়া দিবাস্বপ্ন হিসেবে আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে আজ সোমবার (১৪ আগস্ট) দুপুরে আলাপকালে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। মূলত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত থেকে ফার্মগেট প্রান্ত পর্যন্ত উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, "তারেক রহমান, বিএনপি সমাবেশ দিচ্ছে। তাদের চলমান কর্মসূচি- সরকারকে না ফেলে তারা ঘরে ফিরবে না। ফখরুল সাহেব তো এটাও বললেন, নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে৷ হাওয়া থেকে পাওয়া অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে। ডিসেম্বর মাসে বেগম জিয়া দেশ চালাবেন। ১১ ডিসেম্বর তারেক রহমান এয়ারপোর্টে নামবেন। এমন অনেক দিবাস্বপ্ন তারা দেখলেন। দিবাস্বপ্ন, দিবাস্বপ্নই।"

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, "আমাদের সাথে তাদের পার্থক্য হলো, ‘আমরা নাম দিই সমাবেশ, হয়ে যায় মহাসমাবেশ। তারা নাম দেয় মহাসমাবেশ, হয় সমাবেশ। এটাই পার্থক্য।"

কাদের বলেন, "আমাদের ম্যাসেজ একটাই। কেয়ারটেকার ইজ নো মোর। নো কেয়ারটেকার। প্রাইম মিনিস্টার ডেজিগনেশন, নো, এগুলো পরিবর্তনের সুযোগ নেই।"

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর