thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সভা-সমাবেশের নামে  নাশকতা করলে ছাড় নয়:  স্বরাষ্ট্রমন্ত্রী 

২০২৩ আগস্ট ১৪ ১৮:০৯:৩৫
সভা-সমাবেশের নামে  নাশকতা করলে ছাড় নয়:  স্বরাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুশিয়ার করে দিয়ে বলেছেন, "সভা-সমাবেশের নামে বিএনপি কোনো ধরনের নাশকতা করলে তাদের ছাড় দেওয়া হবে না।" তিনি দাবি করেন, "২০১৩-১৪ সালে বিএনপি জ্বালাও-পোড়াও করেছিল। তারা আবারও যেকোনো সময় নাশকতা করতে পারে।"

রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় আজ সোমবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের পর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিএনপি ২০১৩-১৪ সালে জ্বালাও-পোড়াও করেছিল। শুধু মানুষ নয়, ওই সময় তারা পশুও হত্যা করেছে। এবার সভা-সমাবেশের নামে বিএনপি যদি নাশকতা করে তবে তাদের ছাড় দেওয়া হবে না।"

জঙ্গি নিয়ে করা এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, "জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের নির্মূল করা হচ্ছে।"

স্বাধীনতা যুদ্ধে যারা যায়নি তাদের নীলনকশায় ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটেছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "১৫ আগস্ট কী হয়েছিল আমরা সবাই জানি। আমরা এও জানি, যারা স্বাধীনতা যুদ্ধে যায়নি তাদেরই বসে থাকা নীলনকশায় এ ঘটনা ঘটেছিল। তাদের কয়েকজনকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে আরও কয়েকজন শাস্তি পাবেন। আজ বাংলাদেশের মানুষ জানতে চায়, কারা এর পেছনের কুশীলব-সুবিধাভোগী ছিল। এ হত্যাকাণ্ডে কারা লাভবান হয়েছিল সেটাও মানুষ জানতে চায়।"

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর