thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে তলব 

২০২৩ আগস্ট ১৪ ১৮:২৮:৪৪
সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে তলব 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আচরণবিধি ভঙ্গের দায়ে প্রধান ম্যাচ রেফারি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সিদ্ধান্তের বিপক্ষে বিভিন্ন গণমাধ্যমে প্রতিক্রিয়া জানানোয় সাবেক এই ক্রিকেটারকে তলব করছে বোর্ড।

সোমবার (১৪ আগস্ট) বোর্ডের একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই পরিচালক বলেন, ‘এর আগে বেশ কয়েকবার তাকে সতর্ক করা হয়েছিল। তিনি প্রতিবারই বিতর্কিত মন্তব্য করবেন না বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এবার বিষয়টি বোর্ড সভাপতি পর্যন্ত গড়িয়েছে। আনুষ্ঠানিকভাবে কারণ জানতে আমরা ওনাকে তলব করেছি। উনার কাছে কারণ জানতে চাওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বোর্ডের একজন চাকুরীজীবী হয়ে বোর্ডেরই বিপক্ষে কথা বলাটা খুবই হতাশাজনক। হয়তো এসব করে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করতে চান। কিন্তু এটা তো সম্পূর্ণ নিয়মবহির্ভূত। উল্টাপাল্টা কথা মিডিয়ার সামনে বলে তিনি কি প্রমাণ করতে চান সেটিই জানতে চাইবে বোর্ড।’

গতকালই সরকারবিরোধী প্রচারণা করায় ম্যাচ রেফারি কো-অর্ডিনেটর দেবব্রত পালকে তলব করার সিদ্ধান্ত নেয় বোর্ড। যদিও বিপদ আঁচ করতে পেরে আগেভাগেই পদত্যাগ করেন দেবব্রত।এই ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই চীফ ম্যাচ রেফারিকে তলব করলো বিসিবি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর