thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

স্বাধীনতাবিরোধীরা বিএনপির নেতৃত্বে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত:  কাদের 

২০২৩ আগস্ট ১৫ ১২:৫০:২৫
স্বাধীনতাবিরোধীরা বিএনপির নেতৃত্বে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত:  কাদের 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতাবিরোধীরা বিএনপির নেতৃত্বে আজও দেশবিরোধী ষড়যন্ত্র করছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এ মন্তব্য করেন তিনি।

স্বাধীনতাবিরোধী ও গণতন্ত্রবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অভিন্ন শত্রু উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, "বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তারা স্বাধীনতার বিরুদ্ধে আঘাত হানতে চায়। এজন্য সবাইকে সতর্ক থেকে তাদের মোকাবিলা করতে হবে।"

সেতুমন্ত্রী কাদের বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড না হলে বাংলাদেশ এতদিনে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতো।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর