thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজনীতিতে শিষ্টাচার বিএনপি-জামায়াত বোঝে না:  শিক্ষামন্ত্রী 

২০২৩ আগস্ট ১৬ ১৮:৪০:২১
রাজনীতিতে শিষ্টাচার বিএনপি-জামায়াত বোঝে না:  শিক্ষামন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, রাজনীতিতে শিষ্টাচার বিএনপি-জামায়াত বোঝে না। তারা অন্ততপক্ষে ২১ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন। ৭৬ কেজি বোমা, ৪৮ কেজি বোমা, গ্রেনেড হামলা, সরাসরি গুলি কিছুই বাদ দেওয়া হয়নি। আমাদের সিদ্ধান্ত নিতে হবে; কোনটা রাজনীতি আর কোনটা অপরাজনীতি। এসব থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে পথ চলতে হবে।

বুধবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আজকে অনেকে গণতন্ত্র আর মানবাধিকারের সবক দেন। যারা এখন আমাদের সবক দিতে আসেন, তাদের কারো অতীতে ত্যাগের ইতিহাস জানা নেই। ২১ আগস্টসহ শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছিল, তখন কোথায় ছিল গণতন্ত্র-মানবাধিকার কর্মীরা।

পশ্চিমা একটি দেশের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ১৯৭১ সালে তাদের কণ্ঠ কোথায় ছিল? ওই সময় তারা তো মানবাধিকার লঙ্ঘনকারীদের পক্ষে ছিল। ’৭৫-এ তারা তো মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। সেদিন যারা নিহত হয়েছেন, তাদের মানবাধিকার ছিল না? বিচার চাওয়ার অধিকার ছিল না? ২০০৪-এর ২১ আগস্টে ১৯৭৫-এর অসমাপ্ত কাজ করার জন্য সেই ঘাতকরা শেখ হাসিনাকে শুধু হত্যা করা নয়, সমগ্র আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হত্যার জন্য গ্রেনেড হামলা করেছিল। যুদ্ধাপরাধীদের বিচার থামাতে সেই সব দেশের কর্তাব্যক্তিরা শেখ হাসিনাকে বারবার ফোন করেছেন, চাপ প্রয়োগ করেছেন। দীপু মনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। পাঠ্যসূচিতে সত্য ইতিহাস তুলে ধরব। অতীতে যে ইতিহাস বিকৃতির মহোৎসব চলেছে তা থেকে আমরা বের হয়ে এসেছি। তরুণ প্রজন্মকে সত্য ইতিহাস জেনে সামনে এগোতে হবে। নতুন পথ রচনা করতে হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর