thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ডেঙ্গু দমনে  জরিমানা অনেক বেশি কার্যকর:  মেয়র  আতিক

২০২৩ আগস্ট ১৬ ১৮:৪২:৫৬
ডেঙ্গু দমনে  জরিমানা অনেক বেশি কার্যকর:  মেয়র  আতিক

দ্য রিপোর্ট প্রতিবেদক:ডেঙ্গু দমনে সচেতনতার চেয়ে অভিযান ও জরিমানা অনেক বেশি কার্যকর বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম।

ডেঙ্গু দমনে নিয়মিত অভিযান, পরিদর্শন কিংবা সচেতনতার কার্যক্রমের অংশ হিসাবে বুধবার (১৬ আগস্ট) পরিদর্শন চলে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে।

এ সময় মেয়র আতিক বলেন, রাজধানীর জাপান গার্ডেন সিটি আগে ছিলো লার্ভা গার্ডেন। প্রতিটি বেইসমেন্টে লার্ভা ছিলো। কিন্তু তারা লার্ভা পরিষ্কার করেছে। এতে প্রমাণ হলো যে, জনগণ সচেতন ও সম্পৃক্ত হলে মশার উপদ্রব কমানো সম্ভব। অতীতে যত টাকা যারা জরিমানা দিয়েছেন তার চেয়ে অনেক কম খরচে লার্ভা পরিষ্কার তারা করেছেন। গত দেড়মাসে যেখানে অভিযান চালানো হয়েছে সেখানে আবারও রিভার্স অভিযান চলবে বলেও জানান ডিএনসিসি মেয়র।

এদিন রাজধানীর মোহাম্মদপুরেরযেসব এলাকায় ইতিপূর্বে মশার লার্ভা পাওয়া গেছে, সেখানে দ্বিতীয়বারের মতো সরেজমিন দেখতে এসে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র।

তিনি বলেন, ঢাকায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম, অধিকাংশই ঢাকার বাইরের রোগী। অর্থাৎ ঢাকার মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে, কারণ তারা জরিমানা দিয়েছে। দেড়মাসে প্রায় দেড়কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে, যার পুরোটাই ডিএনসিসির রাজস্ব বিভাগে জমা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর