thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

২০২৩ আগস্ট ১৮ ০০:২৭:৩০
আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

দ্য রিপোর্ট প্রতিবেদক:নির্বাচনকে ঘিরে পরিস্থিতি অস্থির করে আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করলে পুলিশ কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বৃহস্পতিবার সাংবাদিকদের এসব জানান কমিশনার। এসময় তিনি বলেন, নির্বাচনী মাঠ ঘোলা করার জন্য অনেক শক্তি মাঠে নামবে। আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে।তবে এই চেষ্টা কেউ করলে বাংলাদেশ পুলিশ কঠোর হস্তে দমন করবে।

সাঈদীর মৃত্যু প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলা করার জন্য একটা সংগঠন চেষ্টা করেছে। শান্তি উন্নয়ন বজায় রাখার জন্য যা যা করা দরকার আমরা করবো।

ডিএমপি কমিশনার বলেন, এই বছরে নির্বাচনি মাঠ ঘোলা করার জন্য অনেকেই মাঠে নামবে, অনেকেই আইন-শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে এবং নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। তবে আইন-শৃঙ্খলা নস্যাৎ করার চেষ্টা করলে বাংলাদেশ পুলিশ জনগণের সহযোগিতা নিয়ে কঠোর হস্তে তাদেরকে দমন করবে।

খন্দকার গোলাম ফারুক বলেন, একটি সংগঠন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঘোলা করার জন্য চেষ্টা করেছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করা দরকার আমরা করব।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ ও জনগণ জঙ্গি রাষ্ট্র হওয়া থেকে এখন পর্যন্ত রক্ষা করে চলেছে। হলি আর্টিসানে হামলাসহ সারা বাংলাদেশে জঙ্গিদের যে ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছিল দেশি ও বিদেশি চক্রান্তে, তার মূল কারণ ছিল বাংলাদেশের উন্নয়ন বন্ধ করে দেওয়া। আপনাদের সবার সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই জঙ্গি দমন করতে পেরেছে, নিয়ন্ত্রণে রাখতে পেরেছে।

তিনি বলেন, তবে জঙ্গি বাংলাদেশ থেকে নির্মূল হয়নি, কিছুদিন আগেও ডিএমপির সিটিটিসি সিলেটের গভীর অরণ্য থেকে আবার নতুন জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছে।

ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত করার ফলে অপরাধীরাও ডিজিটাল সুযোগ-সুবিধা নিচ্ছে মন্তব্য করে ডিএমপি কমিশনার বলেন, ডিজিটাল সুবিধা নিয়ে জঙ্গিরাও সচেতন হওয়ার চেষ্টা করছে, তারা এখন মোবাইল ফোন ব্যবহার করে না। ডিজিটালের ফলে মোবাইলের বিভিন্ন অ্যাপস ব্যবহার করছে তারা। তবে পুলিশ তাদের থেকে পিছিয়ে থাকতে পারে না। অপরাধীরা ডালে ডালে চললে আমাদের পাতায় পাতায় চলতে হবে।

তিনি বলেন, তিন-চারদিন আগেই দেখা গেছে জামায়াতের একজন শীর্ষ নেতার হার্ট অ্যাটাকে স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার মরদেহ নিয়ে একটি মহল আইন-শৃঙ্খলা ঘোলা করার জন্য চেষ্টা করছিল, কিন্তু সেটি সফল হয়নি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর