thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মাহমুদুর রহমান ও শফিক রেহমানের বিরুদ্ধে সাজার রায়ে বিএফইউজে’র বিস্ময়-ক্ষোভ

২০২৩ আগস্ট ১৮ ১৩:৫০:০৯
মাহমুদুর রহমান ও শফিক রেহমানের বিরুদ্ধে সাজার রায়ে বিএফইউজে’র বিস্ময়-ক্ষোভ

দ্য রিপোর্ট প্রতিবেদক: অপরহণ চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও যায় যায় দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানের বিরুদ্ধে ৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন।

আজ শুক্রবার (১৮ আগস্ট)বিএফইউজেরদফতর সম্পাদকতোফায়েল হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানোএক বিবৃতিতে বিএফইউজে নেতারা বলেন, সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে জানা গেছে- ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বৃহস্পতিবার প্রদত্ত রায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও জ্যেষ্ঠ সম্পাদক শফিক রেহমানকে দন্ডবিধির পৃথক দু’টি ধারায় মোট ৭ বছরের সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেছেন। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, দ-বিধির ৩৬৫ ধারায় অপহরণের অভিযোগে ৫ বছর এবং ১২০(খ) ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ২ বছর সাজার আদেশ দেওয়া হয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ, বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আকস্মিক এ রায় বিনা মেঘে বজ্রপাতের মতো। দু’জন সম্পাদকই বাংলাদেশের অগনিত গণতন্ত্রমনা মানুষের কাছে অতি প্রিয়, নন্দিত এবং সাহসী কলযোদ্ধা হিসেবে সুখ্যাত ও সুপরিচিত। তারা কখন, কোথায় প্রধানমন্ত্রী পুত্রকে অপহরণ করলেন এবং অপরাধমূলক ষড়যন্ত্র করলেন তা এদেশের সাংবাদিক সমাজ, নাগরিক সমাজ কিংবা সাধারণ মানুষ অবহিত ও জ্ঞাত নয়। আদালতে কিভাবে অভিযোগগুলোর শুনানাী ও প্রমাণিত হয়েছে তাও স্পষ্ট নয়। ক্রমাগতভাবে দেশের সাংবাদিক ও সংবাদমাধ্যমকে বশীভূত করা এবং ভীতি ছড়ানোর যে অপচেষ্টা চলছে, এই আদেশ তারই অংশ বলেই ধারনা করার যথেষ্ট কারণ রয়েছে।

বিবৃতিতে বিএফইউজে নেতৃবৃন্দ অবিলম্বে নানাবিধ কালাকানুন, সংবাদ প্রতিষ্ঠান বন্ধ করা, হত্যা, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার পথ প্রায় রুদ্ধ করে ফেলার পর এখন আদালতকে ব্যবহার করে নতুন করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্যে সরকারের প্রতি আহনান জানিয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর