thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

"আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতেই শহীদ জিয়ার অবদানকে অস্বীকার করে আ.লীগ"

২০২৩ আগস্ট ১৮ ১৪:২২:৫৭

দ্য রিপোর্ট প্রতিবেদক:বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানকে জড়িত করার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতেই এ হত্যাকাণ্ডে শহীদ জিয়াকে জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায় আওয়ামী লীগ। মহান মুক্তিযুদ্ধে জিয়ার অবদানকে অস্বীকার করে তারা।

শুক্রবার (১৮ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অবদানকে অস্বীকার করে আওয়ামী লীগ। কিন্তু সে দিন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আর অন্যরা হয় ভারতে গিয়েছেন না হয় পাকিস্তানীদের কাছে আত্মসর্মপণ করেছেন।

এ সময় তিনি আরও বলেন, জিয়াকে হেয় করতেই নানা অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ। কিন্তু এসব করে জিয়াকে জনগণের অন্তর থেকে মুছে ফেলা সম্ভব হয়নি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর