thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিদেশি হুমকি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না:   কাদের

২০২৩ আগস্ট ১৮ ১৪:২৫:৪২
বিদেশি হুমকি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না:   কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:কোনো বিদেশি হুমকি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে মাথা ব্যাথার পেছনে অন্য খেলা আছে বিদেশিদের। কারও হুমকি ধামকিতে ভয় পায় না বাংলাদেশ।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইউরোপীয় যারা দেশের গণতন্ত্র নিয়ে এত তৎপর তারা কি কি বিএনপির কার্যক্রম দেখে না। এ বছর ২০-২২ টি দেশে নির্বাচন হবে। ইউরোপের নেতারা এত দেশ বাদ দিয়ে বাংলাদেশেই কেন? পাকিস্তানে যাচ্ছে না কেন?

বিএনপিকে ফ্যাসিবাদী দল আখ্যা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারা (বিএনপি) এদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, ভোট চুরি করেছে, আজিজ মার্কা নির্বাচন করেছে। তাদের মুখে এখন গণতন্ত্রের কথা। গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে তারাই এখন গণতন্ত্রের কথা বলে।

কাদের বলেন, বিএনপি বাংলাদেশের টেরোরিস্ট সংগঠন তা বিদেশেও চিহ্নিত। মুক্তিযুদ্ধের পর এ নির্বাচন আমাদের আরেকটা যুদ্ধ। আগামী নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর