thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

ইতালির নতুন কোচ স্পালেত্তি

২০২৩ আগস্ট ১৯ ১২:৩৩:০৫
ইতালির নতুন কোচ স্পালেত্তি

দ্য রিপোর্ট ডেস্ক:নাপোলিকে ৩৩ বছর পর সিরি আ'র শিরোপা জেতানো লুসিয়ানো স্পালেত্তিকে ইতালির নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পাঁচ বছর দায়িত্ব পালনের পর গত রোববার ইতালিয়ানদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান রবার্তো মানচিনি।

তার জায়গায় স্পালেত্তিকে দায়িত্ব দিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

৬৪ বছর বয়সী স্পালেত্তি গত মৌসুমে নাপোলিকে লিগ চ্যাম্পিয়ন বানিয়ে দায়িত্ব ছেড়ে দেন। এরপর প্রায় এক বছর বিশ্রামে থাকার পরিকল্পনা ছিল তার। কিন্তু জাতীয় দলের প্রস্তাব ফেরাতে পারেননি তিনি। আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন এই অভিজ্ঞ কোচ।

এর আগে গত ১৩ আগস্ট ইতালি জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ মানচিনি। তার সময়েই ২০২০ ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। কিন্তু ইউরোয় সাফল্য পেলেও জাতীয় দলকে ২০২২ বিশ্বকাপের মূলপর্বে তুলতে পারেননি ব্যর্থ হন তিনি।

মানচিনির স্থলাভিষিক্ত হওয়া স্পালেত্তির অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। নাপোলির আগে ইতালির আরও দুই ক্লাব ইন্টার মিলান ও রোমার দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া রাশিয়ান ক্লাব জেনিত সেইন্ট পিটার্সবার্গেও পাঁচ বছর কাটিয়েছেন স্পালেত্তি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর