thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের কর্মসূচি

২০২৩ আগস্ট ১৯ ১২:৩৬:৩২
ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের কর্মসূচি

দ্য রিপোর্ট প্রতিবেদক:ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর রবীন্দ্র সরোবরে জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শনিবার (১৯ আগস্ট) সকালে এ কর্মসূচি শুরু হয়।

জনসচেতনতামূলক এ কর্মসূচিতে সকাল ৯টা থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হন সেখানে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডা. প্রাণ গোপাল। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেটে জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর