thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জনগন জেগেছে, সরকারকে বিদায় করা হবে:  আব্বাস 

২০২৩ আগস্ট ১৯ ১৯:৩৪:২৮
জনগন জেগেছে, সরকারকে বিদায় করা হবে:  আব্বাস 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আনন্দবাজার পত্রিকায় রিপোর্টের প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিদেশী প্রভুদের দয়ায় সরকারের শেষ রক্ষা হবে না, জনগন জেগেছে, সরকারকে বিদায় করা হবে।

শনিবার( ১৯ আগস্ট) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পদযাত্রার আগে সমাবেশে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য মির্জা আব্বাস বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে। সরকারকে সরানোর জন্য আন্দোলন চলছে।

বিএনপির এই নেতা বলেন,বসরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে গত দুটি নির্বাচন করছে। আওয়ামী লীগ এখন বাংলাদেশকে তছনছ করতে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। তাদের পরিকল্পনা অনুযায়ী খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে কঠোর প্রতিরোধে সরকারকে সরানো হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর