thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বিএনপি নেতা রবিনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ

২০২৩ আগস্ট ২০ ১৩:১৬:৩১
বিএনপি নেতা রবিনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবী।

তিনি বলেন, রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। এর আগে, শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কাকরাইল থেকে বিএনপি নেতা রবিনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাত ৩টায় বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসে রিজভী বলেন, তানভীর আহমেদ রবিন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। তাকে নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড় থেকে গোয়েন্দা ‍পুলিশ তুলে নিয়ে যায়। কিন্তু তারা স্বীকার করছে না। এর আগে, গত পরশু ছাত্রদলের ৫ নেতাকে গোয়েন্দারা তুলে নিয়ে গেলেও স্বীকার করেনি। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু গ্রেপ্তার হওয়ার পর গত ৬ জুন রবিন ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর