thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

মিয়ানমারে ওআইসি’র পরিদর্শনের প্রতিবাদে বিক্ষোভ

২০১৩ নভেম্বর ১২ ২২:০৪:২৮
মিয়ানমারে ওআইসি’র পরিদর্শনের প্রতিবাদে বিক্ষোভ

দিরিপোর্ট২৪ ডেস্ক : মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে ওআইসি’র (অর্গেনাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) আসন্ন পরিদর্শনের প্রতিবাদে প্রায় এক হাজার বৌদ্ধ ভিক্ষু রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। খবর মিয়ানমারের বেসরকারি পত্রিকা দ্যা ইররাওয়াদ্দির।

ইয়াঙ্গুনের সিটি হলের শেডাগন প্যাগোডার কাছে বিক্ষুব্ধ ভিক্ষুরা প্ল্যাকার্ড হাতে সমবেত স্লোগান দেয়। ‘ওআইসি- আমরা তোমাদের চাই না’ বলে স্লোগান দেয় উপস্থিত জনতা। এ বিক্ষোভে অনেক নারীকেও অংশ নিতে দেখা গেছে।

ভিক্ষু ইউ থুমিংগালা বলেন, ‘ওআইসি যদি শিক্ষা, অর্থনীতি বা স্বাস্থ্য নিয়ে কোনো আলোচনা করতে আসে তাহলে আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু যদি কোনো বিশেষ সম্প্রদায়ের পক্ষ নিয়ে আসে তাহলে আমরা তাদের গ্রহণ করব না।’

ওআইসির মহাসচিব একমেলেদ্দিন ইহসানগেলু ও বিভিন্ন দেশের সাতজন পররাষ্ট্রমন্ত্রী এ পরিদর্শনে আসবেন। তারা রোহিঙ্গা মুসলমানদের বর্তমান অবস্থা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি পর্যবেক্ষণ করবেন। এ সময় তারা আরাকান অঞ্চলে যাবেন।

রোহিঙ্গা মুসলমানদের সাহায্য করতে ঐ অঞ্চলে অফিস খোলার ব্যাপারে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করবে ওআইসি’র পরিদর্শক দল।

প্রসঙ্গত, এর আগেও ওআইসি বেশ কয়েকবার মিয়ানমারে মুসলমানদের সাহায্যের জন্য ত্রাণ পাঠাতে চেয়েছিল। কিন্তু বৌদ্ধ ভিক্ষুদের অব্যাহত বিক্ষোভের মুখে দেশটির সরকার ওআইসিকে অনুমোদন দেয়নি।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর