thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আ.লীগ আগামী নির্বাচনে পরাজিত হলে দক্ষিণ এশিয়ায় মৌলবাদীরা সক্রিয় হবে:  দ্য হিন্দু

২০২৩ আগস্ট ২১ ১২:২৮:৪৪
আ.লীগ আগামী নির্বাচনে পরাজিত হলে দক্ষিণ এশিয়ায় মৌলবাদীরা সক্রিয় হবে:  দ্য হিন্দু

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে পরাজিত হয় তবে গোটা দক্ষিণ এশিয়ায় মৌলবাদীরা সংক্রিয় হয়ে উঠবে। এতে আঞ্চলিক সহিংসতা ও অস্থিরতা বেড়ে যাবে। যার নেতিবাচক প্রভাব পড়বে ভারতেও। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর সাংবাদিক প্রণয় শর্মার বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমনটি ওঠে এসেছে।

প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা হেরে যান তাহলে বাংলাদেশ দীর্ঘকালীন অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পড়বে।

এছাড়া ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতা হারায় তাহলে এতে ভারত ‘চিন্তিত’ হয়ে পড়বে। সঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহিংসতাও বেড়ে যাবে। বাংলাদেশে আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশের এই নির্বাচন নিয়ে সগরম হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত ইতোমধ্যে দৌড়ঝাপ শুরু করেছে।

প্রতিবেদনটির শুরুতে বলা হয়েছে, প্রতিবেশিদের মধ্যে যে ভারতবিরোধী মনোভাব রয়েছে সেখানে শেখ হাসিনার সরকার খুব সম্ভবত ভারতের সবচেয়ে নির্ভরশীল ও কাছের মিত্র। তবে যদিও ভারতকে দক্ষিণ এশিয়ায় ‘বিগ পাওয়ার’ হিসেবে ধরা হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের এই অবস্থানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চীন। আর বছর গড়ানোর সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ায় চীন তাদের অবস্থান শক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে এরপর বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপ করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বিনষ্টকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে এবং জানুয়ারিতে একটি সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচন নিশ্চিত করতে চেষ্টা করছে। এর অংশ হিসেবে নির্বাচনে কারচুপির চেষ্টাকারীদের ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। এছাড়া ইতোমধ্যে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত নির্বাচনে আওয়ামী লীগকে জিততে সহায়তা করেছে এ বাহিনী। এতে আরও বলা হয়েছে, শেখ হাসিনা ২০০৯ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে নির্বাচনে হেরফের এবং বিরোধী দলকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। এরমাধ্যমে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন।

দ্য হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেছেন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তবে তা সত্বেও সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মী, সরকারি সংস্থা ও কর্মকর্তাদের লাগাম টেনে ধরতে তার ওপর চাপ দিচ্ছে পশ্চিমারা। এর প্রমাণ পাওয়া যায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে। যেখানে নির্বাচনে অংশ নেওয়া এক স্বতন্ত্রপ্রার্থীর ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই হামলার পর ইউরোপীয় ইউনিয়ন কঠোর বার্তায় সরকারের সমালোচনা করেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার আয়োজিত গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানাননি। যেখানে ভারত-পাকিস্তানসহ অন্যান্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া গত মে মাসে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পর বাইডেন প্রশাসন যে তাকে উপেক্ষা করেছিল সেটিও উল্লেখ করা হয়েছে।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন বাইডেন বাংলাদেশের গণ্তন্ত্রকে রক্ষা নয়, ধ্বংস করতে কাজ করছে। একবার সংসদে তিনি বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে, বিশেষ করে যদি এটি মুসলিম দেশ হয়।’

বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের মাতব্বরি

দ্য হিন্দুর প্রতিবেদেন বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নজরধারীর কারণে উপকৃত হচ্ছে ইসলামভিত্তিক রাজনৈতিক সংগঠন জামায়াতসহ বিরোধী দলগুলো। দেশের সবচেয়ে বড় বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অবাধে সরকার বিরোধী সভা-সমাবেশ শুরু করে দিয়েছে। এছাড়া বাংলাদেশ জামায়াত-ই-ইসলামিও, যেটির সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে এবং স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছে— যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে তাদেরও রাজনৈতিক কর্মকাণ্ড গতি পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের বেশ কয়েকজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন বাতিলের আদেশ দিয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ করেছে। সেই জামায়াতও গত ১০ বছরের মধ্যে ঢাকায় সবচেয়ে বড় র‌্যালি করেছে।

এরপর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি বক্তব্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। আমির খসরু বলেছিলেন, ‘যদি নির্বাচন সুষ্ঠু হয় আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে।’

তবে ভারতের শঙ্কা হলো—জামায়াত ও এমন সমমনা দলগুলোকে নিয়ে বিএনপি বাংলাদেশে শাসন পরিচালনা করবে— এমন সম্ভাবনা ঢাকা ও দিল্লিতে সতর্কতা ও শঙ্কা তৈরি করেছে।

ভারতের গুরুত্বপূর্ণ মিত্র

হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, গত দশকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি শক্তিশালী ও বিশ্বস্ত এবং নির্ভরতার সম্পর্ক তৈরি করেছেন। যা দুই দেশের জন্যই মঙ্গলজনক হয়েছে। ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের মুসলিম-বিদ্বেষী এবং বাংলাদেশ বিরোধী বক্তব্যকে শেখ হাসিনা যে পাত্তা দেননি— এর মাধ্যমে প্রমাণ হয়েছে দুই পক্ষের মধ্যে শক্তিশালী ও বিশ্বাসপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।

প্রতিবেদনে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর একটি বক্তব্য উল্লেখ করা হয়েছে। ওই বক্তব্যে সাবের হোসেন বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ থেকে একটি সহযোগিতামূলক এবং নিরাপত্তামূলক সম্পর্কে পরিণত হয়েছে। যেই সম্পর্কে সরাসরি যোগাযোগ একটি প্রভাব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

তিনি আরও বলেছিলেন, বাংলাদেশ ও ভারত সরকার দুই পক্ষের মধ্যে একটি উইন-উইন পরিস্থিতি সৃষ্টি করেছে এবং দুই দেশের সরকারই উন্নতির ক্ষেত্রে একে-অপরের ওপর নির্ভরশীল।

দ্য হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই সম্পর্কের মাধ্যমে ভারত এমন একটি উদাহরণ তৈরি করতে সম্মত হয়েছে— যেখানে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে প্রতিবেশীরা কীভাবে সুফলতা পেতে পারে।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সহায়তা করেছে। কিন্তু তা সত্বেও স্বাধীনতার পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি ও বাংলাদেশ থেকে ভারত বিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনা এগুলো বন্ধ করেছেন।

কিন্তু ঢাকা ও নয়াদিল্লির শঙ্কা হলো, যুক্তরাষ্ট্র এখন যে অবস্থান নিচ্ছে এতে করে বাংলাদেশ ও ভারতের এ সম্পর্ক হুমকির মুখে পড়তে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কথা বলে। কিন্তু কোথাও যদি তাদের কৌশলগত সম্পর্ক জড়িত থাকে তাহলে এ নিয়ে মাথা ঘামায় না। কিন্তু বাংলাদেশ নিয়ে কেন তারা এতটা মাথা ঘামাচ্ছে সেটির কারণ জানা উচিত।

এ ব্যাপারে ওয়াশিংটনভিত্তিক এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এ কারণে যুক্তরাষ্ট্র নৌকায় ঝাঁকুনি দিতে পারছে। বাংলাদেশ মার্কিনিদের গুরুত্বপূর্ণ অংশীদার কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নয়। এ কারণ বাইডেন প্রশাসন নির্বাচন নিয়ে এখন বাংলাদেশকে চাপ দিতে পারছে।

শেখ হাসিনার অধীনে অর্থনৈতিক পরিবর্তন

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এটি স্বীকার করে নেওয়া হয় শেখ হাসিনার অধীনে দেশটির অর্থনীতির আমূল পরিবর্তন হয়েছে। ১৭ কোটি জনসংখ্যার দেশটিতে গত দশকে ৭ শতাংশ বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির রেকর্ড গড়েছিল। এছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সোশ্যাল ইন্ডিকেটরও ভালো।

বিশ্বব্যাংক বলেছে, গত ৫০ বছরে বাংলাদেশ অর্থনীতিতে অভূতপূর্ব পরিবর্তন দেখেছে— স্বাধীনতার শুরুতে যেখানে বাংলাদেশ বিশ্বের অন্যতম গরীব দেশ ছিল সেখান থেকে অন্যতম দ্রত বর্ধনশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূরাজনীতির ক্ষেত্রে শেখ হাসিনা ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদমান দেশগুলোর পক্ষ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। বাংলাদেশ বঙ্গোপসাগরের উপরে অবস্থিত, যেটি ভারত মহাসাগরের অংশ। এই ভারত মহাসাগর পরিবহনক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট বাণিজ্যের ৮০ শতাংশই এখান দিয়ে হয়ে থাকে। বাংলাদেশের ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী বহুপাক্ষিক ব্যবস্থা’ ইন্দো-প্যাসিফিক নীতি ‘ন্যায়সম্মত ও শক্তিশালী উন্নয়নের’ ওপর জোর দেয়। সঙ্গে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের কাছ থেকে দূরত্ব বজায় রাখার নীতিও রয়েছে বাংলাদেশের।

তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আঞ্চলিক শক্তি ভারত ও চীনের একটি ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত হয়েছে। এই দুই দেশই বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চাইছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করায় বিষয়টি আরও কঠিন হয়ে পড়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র-চীনের দীর্ঘ বৈরিতার প্রভাব পড়েছে বাংলাদেশেও।

সাবাব ইনাম খান নামে এক বাংলাদেশি রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অনেক বড় বাণিজ্যিক স্বার্থ জড়িত, যার মধ্যে রয়েছে তৈরি পোশাক খাতও।’ তিনি আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের অর্থনীতি ও শ্রমের ওপর বড় প্রভাব ফেলতে পারে।’

কাছে ঘেষছে চীন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে সমর্থ হয়েছে চীন। গত জুনে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়েং ওয়েনবিন এক বিবৃতিতে বলেছিলেন, ‘আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগলিক অখণ্ডতাকে কঠোরভাবে সমর্থন করি।’ চীন আরও বলেছে, তারা বাংলাদেশের স্বাধীন নীতি ও উন্নয়নের পথকে সমর্থন জানায়, যেটি বাংলাদেশের সঙ্গে যায়।

তবে উদ্ভুত পরিস্থিতি ভারতের জন্য একটি উভয় সংকট হিসেবে দেখা হচ্ছে। চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্কের মাধ্যমে একটি আশার সঞ্চার হয়েছে— সেটি হলো তারা শেখ হাসিনার পক্ষে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে লড়াই করবে। আর চীন এখন ঢাকার পক্ষে থাকায় একটি বিষয় পরিষ্কার হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেটি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে সহায়তায় কাজ করছে ভারত। কিন্তু যদি এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে তারা মানাতে না পারে, এটি ভারতের জন্যই একটি ক্ষতি হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত ভয় পায় যদি শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয় তাহলে নয়াদিল্লিকে একটি বিরোধী শক্তিকে মোকাবিলা করতে হবে। কিন্তু চীনের সঙ্গে বিএনপিরও ভালো সম্পর্ক আছে। ফলে ক্ষমতা পরিবর্তন হলেও বাংলাদেশে চীনের স্বার্থে খুব বড় কোনো প্রভাব পড়বে না।

লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক ও দক্ষিণ এশিয়ার কৌশলগত সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ অভিনাশ পালিওয়াল বলেছেন, ‘ভারতের প্রধান চ্যালেঞ্জ হলো শেখ হাসিনা এখন ক্ষমতাবিরোধী পরিস্থিতিতে পড়েছেন এবং বিএনপি রাজনৈতিক মোমেন্টাম পাচ্ছে।’ তিনি আরও বলেছেন, ‘যদি বিএনপি নির্বাচনে জয় পায়, তাহলে এই চ্যালেঞ্জটি ভারতে জন্য আরও কঠিন হয়ে যাবে।’

অনেক বিশেষজ্ঞের মত, যুক্তরাষ্ট্র শেখ হাসিনার বিরুদ্ধে গেছে কারণ তিনি চীনের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছেন।

রাজনৈতিক বিশেষজ্ঞ সাহাব ইনাম খান বলেছেন, এই বর্তমান বিতর্কের মূল কেন্দ্রে হলো চীন। ২০২৩ সাল থেকে বাংলাদেশে চীনের বাণিজ্য কার্যক্রম বেড়েই চলছে। যার শুরুটা হয় ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের মধ্য দিয়ে।

বাংলাদেশ চীনের বেল্ট এবং রোড ইনিশিয়েটিভে (ব্রি) যোগ দেওয়ার পর বেইজিংয়ের কাছ থেক ৩৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে। এছাড়া চীন বাংলাদেশের সবচেয়ে ব্যবসায়িক বন্ধুও। বর্তমানে সিনো-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ হলো ২৫ বিলিয়ন ডলার। যেখানে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসার পরিমাণ ১০ বিলিয়ন ডলার ও ভারতের সঙ্গে ১৮ বিলিয়ন ডলার।

অবশ্য বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্কের মূলটা হলো পতিরক্ষা খাত। এই সম্পর্ক শুরু হয় ১৯৮০ সাল থেকে। বর্তমানে বাংলাদেশের সামরিক প্রয়োজনীয়তা ৭২ শতাংশ মেটায় চীন। এমনকি পাকিস্তানের পর বাংলাদেশই চীনের সবচেয়ে বড় সামরিক পণ্য আমদানিকারক দেশ।

তবে বাংলাদেশের সামরিক খাতে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির বিষয়টি ভারত ও যুক্তরাষ্ট্র দুই দেশের জন্যই চিন্তার বিষয়। ভারতের অনুরোধে চীনকে শেখ হাসিনা সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর তৈরি করতে দেননি। এরবদলে বর্তমানে তিনি কক্সবাজারের মাতারবাড়িতে জাপানকে গভীর সমুদ্রের বন্দর তৈরির জন্য আহ্বান জানিয়েছেন।

গত মার্চে শেখ হাসিনা পেকুয়ায় বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি উদ্বোধন করেন। যা বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের কাছে অবস্থিত। এটি তৈরি করা হয়েছে ১ দশমিক ২১ বিলিয়ন ডলার খরচ করে। এই ঘাঁটি চীন থেকে আনা দুটি সাবমেরিনের ঘর হিসেবে ব্যবহার করা হবে। যদিও এই ঘাঁটি পরিচালনা ও বাংলাদেশের সেনাদের প্রশিক্ষণ দেবে চীন। তবে চীনের নৌ বাহিনী যেন এটি তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার না করে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে ঢাকা।

আরেকটি তথ্য হলো— ২০১০ সাল থেকে বাংলাদেশ চীনের কাছ থেকে ২ দশমিক ৩৭ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র কিনেছে। যেখানে যুক্তরাষ্ট্র থেকে কিনেছে মাত্র ১২৩ মিলিয়ন ডলারের অস্ত্র।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ

ভৌগলিক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তুলতে চায়। তারা বাংলাদেশে ফ্রিগেট এবং সামরিক পরিবহণ বিমান দিয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দুটি চুক্তি করতে চায়। সেগুলো হলো— দ্য জেনারেল সিকিউরিটি অব মিলিটারি অ্যাগরিমেন্ট এবং একুইজিসন অ্যান্ড ক্রস সার্ভিসিং অ্যাগরিমেন্ট। এরমাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক সহায়তা বৃদ্ধি পাবে। কিন্তু এ চুক্তিগুলো করতে বাংলাদেশের কোনো তাড়াহুড়া নেই।

তবে যুক্তরাষ্ট্র বলছে এসব চুক্তি সামরিক সম্পর্ক শক্তিশালী করবে এবং সামরিক বিষয়ক বাণিজ্য, তথ্য আদান-প্রদান, এবং সেনাদের মধ্যে সহায়তা বৃদ্ধি করবে।

লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক ও দক্ষিণ এশিয়ার কৌশলগত সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ অভিনাশ পালিওয়াল আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাস শেখ হাসিনার সরকার বাংলাদেশকে চীনের প্রতি আরও সংবেদনশীল করে তুলবে এবং তাদের বিশ্বাস বিএনপি চীনের প্রভাব বিস্তার নিয়ন্ত্রণ করতে পারবে।

এশিয়া ইনস্টিটিউটের কুগেলম্যান বলেছেন, ‘ঢাকার সঙ্গে একটি সত্যিকারের সম্পর্কে বিশ্বাসী যুক্তরাষ্ট্র। তবে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনও চায়, যেন ঢাকার সঙ্গে সম্পর্কের বিষয়টি তাদের পুনর্বিবেচনা করতে না হয়।’

দ্য হিন্দুর প্রতিবেদনের শেষ দিকে বলা হয়েছে, উল্লেখযোগ্য হলো, শেখ হাসিনা যদি নির্বাচনে হারেন তাহলে বাংলাদেশ কয়েক বছর রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা পেতে হিমশিম খাবে। এমনকি আবারও বাংলাদেশ উগ্রবাদীদের অভয়ারণ্যে পরিণত হতে পারে। ফলে বিষয়টি শুধু ভারত নয় গোটআ দক্ষিণ এশিয়ার জন্য নতুনভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর