thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ফু-ওয়াং ফুডসের নতুন চেয়ারম্যান আবুল কাশেম

২০২৩ আগস্ট ২১ ১৩:১১:৪৬
ফু-ওয়াং ফুডসের নতুন চেয়ারম্যান আবুল কাশেম

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক আবুল কাশেমকে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএরসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অধ্যাপক আবুল কাশেম ফু-ওয়াং ফুডস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক। এছাড়া মিনোরি বাংলাদেশের পরিচালক মির্জা রাশিদ নেওয়াজকে কোম্পানিটির পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।প্রসঙ্গত, পুঁজিবাজারে ফু-ওয়াং ফুডস লিমিটেড তালিকাভুক্ত হয় ২০০০ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির অনুমদিত মূলধন ৫ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১১০ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। ১০০ টাকা ফেসভ্যালু হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮ লাখ ৩৯ হাজার ২৮৪টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭.৮৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬.০৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১.০১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদেরে হাতে ৮৫.০৯ শতাংশ শেয়ার রয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর