thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

'মুজিব- একটি জাতির রুপকার' চলচ্চিত্রের প্রচারণা খরচ ৩০ কোটি 

২০২৩ আগস্ট ২২ ১৯:২৩:১১
'মুজিব- একটি জাতির রুপকার' চলচ্চিত্রের প্রচারণা খরচ ৩০ কোটি 

আমির হামজা, দ্য রিপোর্ট: 'মুজিব-একটি জাতির রুপকার' চলচ্চিত্রটি দেশব্যাপি ব্যাপক প্রচারণার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্ভাব্য ৩০ কোটি টাকা ব্যয় ধরেছে। তথ্য মন্ত্রণালয়ের প্রস্তাবটি সরাসরি ক্রয় পদ্বতির মাধ্যমে বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

চলচ্চিত্রটি প্রচারণার জন্য পোষ্টার ,ব্যানার, বিলবোর্ড দেশব্যাপী সিনেমা হলে প্রদর্শন, কমপক্ষে ৫০০ টি উন্মুক্ত স্থানে প্রদর্শন, মোবাইল ম্যানেজ, রিংটোন,পদযাত্রা, রোডশো,হেলিকপ্টার শো সম্ভাব্য সকল গুরুত্বপূর্ণ স্থানে ট্রেইলর ও টিজার প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছে । তথ্য মন্ত্রণালয়ের বিএফডিসি ৩০ কোটি টাকা ব্যয় করবে এ খাতেই।

বিএফডিসি প্রস্তাবটি আগামীকাল (বুধবার) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্বে করবেন । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো: হুমায়ূন কবীর খোন্দকার স্বাক্ষরিত প্রস্তাবে বলা হয়েছে চলচ্চিত্রটি সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হবে। পহেলা আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ’মুজিব: একটি জাতির রুপকার’ এর মুক্তি অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের। ছবিটির ভারতে সেন্সর ছাড়পত্রের বিষয়টিও প্রক্রিয়াধীন।

এই চলচ্চিত্রের নির্মাণ ব্যয় ৮৩ কোটি টাকা। বাংলাদেশ মোট অর্থের ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি টাকা দিয়েছে। আরেফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও জায়েদ খান চলচ্চিত্রে অভিনয়ের জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন। চলচ্চিত্রটির প্রযোজনা ১৮ মার্চ ২০২০ তারিখে তথা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর পরের দিন শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু কোভিড-১৯ মহামারীর ফলে চলচ্চিত্রের কাজে দেরি হয়েছে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্র নির্মাণের কাজ চলছে অনেক দিন ধরে। ছবিটির পরিচালক ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ছবিটির প্রথম পোস্টার। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের উপস্থিতিতে পোস্টার উন্মোচন করা হয়। শুটিং শেষে একটাই জিজ্ঞাসা ছিল, কবে মুক্তি পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের। অবশেষে অপেক্ষার অবসান ঘটছে। জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর মুক্তির অনুমতি মিলেছে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা সম্প্রতি এটির ছাড়পত্র দিয়েছেন। সেন্সরের ছাড়পত্রের খবরটি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ। তিনি এ-ও জানান, ছবিটির ভারতে সেন্সর ছাড়পত্রের বিষয়টিও প্রক্রিয়াধীন।

ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত এবং অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে বাংলায় রূপায়িত এই ঐতিহাসিক সিনেমায় প্রায় দেড়শ চরিত্রের মধ্যে শতাধিক বাংলাদেশি শিল্পী অভিনয় করেছেন।

মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গোরেগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায়, বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্য ধারণ করা হয়। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। এ ছাড়া শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন।
(দ্য রিপোর্ট/ ২২ শে আগস্ট দুইহাজার তেইশ)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর