thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

মারা যাননি হিথ স্ট্রিক, ছড়িয়েছিল গুজব

২০২৩ আগস্ট ২৩ ১৭:৩৫:৩১
মারা যাননি হিথ স্ট্রিক, ছড়িয়েছিল গুজব

দ্য রিপোর্ট ডেস্ক:ক্রিকেট বিশ্বে আজ বুধবার (২৩ অগাস্ট) সকালের দিকে ছড়াতে শুরু করে জিম্বাবুয়ের কিংবদন্তী ক্রিকেটার হিথ স্ট্রিক মারা গেছেন। তাঁর সতীর্থ হেনরি ওলোঙ্গা সেই মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে শেয়ার দিয়েছিলেন। গোটা ক্রিকেট বিশ্বে নেমে আসে শোকের ছায়া। যদিও কয়েকঘণ্টা পর তিনি আরও একটি টুইট শেয়ার করেন। সেখানে জানান স্ট্রিক মারা যাননি, বেঁচে আছেন এখনো। তবে এবার নিজেই মুখ খুলেছেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার স্ট্রিক।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওলোঙ্গা নিজেই একটি টুইট করে লিখেছিলেন, "দুঃখের খবর। জানতে পারলাম যে হিথ স্ট্রিক পরলোকে গমন করেছেন।"

এর ঘন্টা দুয়েক পরই হিথ স্ট্রিক বেচে আছেন লিখে নতুন করে টুইট করে ওলোঙ্গা জানিয়েছেন, "আমি নিশ্চিত করতে পারি হিথ স্ট্রিকের মৃত্যুসংবাদ অনেক ফুলে-ফেঁপে প্রচারিত হয়েছে। ওর সঙ্গে মাত্রই কথা হলো আমার। থার্ড আম্পায়ার ওকে ফেরত এনেছেন। ও ভালোভাবেই বেঁচে আছে।"

এবারের খবরটা যে ভুয়া নয়, সেটা নিশ্চিত করতে স্ট্রিকের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের একটা ছবি জুড়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, স্ট্রিকের মৃত্যুর খবর দেওয়া আগের সেই টুইটটিও মুছে দিয়েছেন ওলোঙ্গা।

ভারতীয় সংবাদমাধ্যম 'স্পোর্টস স্টারের' সঙ্গে কথা বলেছেন স্ট্রিক। তিনি জানিয়েছেন, ক্যানসার থেকে সেরে ওঠার পথে আছেন। নিজের মৃত্যুর গুজব নিয়ে তিনি বলেন, "এধরনের গুজব ছড়ানোর আগে সবার সাবধান থাকা উচিত। আমি এখন ভালো আছি এবং ক্যানসার থেকে সেরে উঠছি। আমি নিজের বাড়িতেই আছি। তবে চিকিৎসা নেওয়ার কারণে কিছুটা সমস্যা তো হচ্ছে, তবে আমি ঠিক আছি।"

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর