thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

'মুজিব-একটি জাতির রুপকার' চলচ্চিত্রটির প্রচারণা ব্যয় ৩০ কোটি টাকা অনুমোদন

২০২৩ আগস্ট ২৩ ২০:২২:০৬
'মুজিব-একটি জাতির রুপকার' চলচ্চিত্রটির প্রচারণা ব্যয় ৩০ কোটি টাকা অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক: 'মুজিব-একটি জাতির রুপকার' চলচ্চিত্রটি দেশব্যাপি ব্যাপক প্রচারণার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্ভাব্য ৩০ কোটি টাকা ব্যয় করার প্রস্তাব বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ক্রয়ের বিষয়টি উন্মুুক্ত ক্রয় পদ্বতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্বতির মাধ্যমে করা হবে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠকে সভাপতিত্বে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।

তথ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রস্তাবটিতে বলা হয়েছে, চলচ্চিত্রটি প্রচারণার জন্য পোষ্টার ,ব্যানার, বিলবোর্ড দেশব্যাপী সিনেমা হলে প্রদর্শন, কমপক্ষে ৫০০ টি উন্মুক্ত স্থানে প্রদর্শন, মোবাইল ম্যানেজ, রিংটোন,পদযাত্রা,রোডশো,হেলিকপ্টার শো সম্ভাব্য সকল গুরুত্বপূর্ণ স্থানে ট্রেইলর ও টিজার প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছে। বিএফডিসি এই চলচ্চিত্রের বিভিন্ন প্রচারণা খাতে ৩০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো: হুমায়ূন কবীর খোন্দকার স্বাক্ষরিত প্রস্তাবে বলা হয়েছে, চলচ্চিত্রটি সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হবে। পহেলা আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র 'মুজিব: একটি জাতির রুপকার' এর মুক্তি অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের। ছবিটির ভারতে সেন্সর ছাড়পত্রের বিষয়টিও প্রক্রিয়াধীন।

এই চলচ্চিত্রের নির্মাণ ব্যয় ৮৩ কোটি টাকা। বাংলাদেশ মোট অর্থের ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি টাকা দিয়েছে। আরেফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও জায়েদ খান চলচ্চিত্রে অভিনয়ের জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন। চলচ্চিত্রটির প্রযোজনা ১৮ মার্চ ২০২০ তারিখে তথা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর পরের দিন শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু কোভিড-১৯ মহামারীর ফলে চলচ্চিত্রের কাজে দেরি হয়েছে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্র নির্মাণের কাজ চলছে অনেক দিন ধরে। ছবিটির পরিচালক ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ছবিটির প্রথম পোস্টার। ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত এবং অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে বাংলায় রূপায়িত এই ঐতিহাসিক সিনেমায় প্রায় দেড়শ চরিত্রের মধ্যে শতাধিক বাংলাদেশি শিল্পী অভিনয় করেছেন।

মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গোরেগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায়, বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্য ধারণ করা হয়। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। এ ছাড়া শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর