thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সঞ্চয়পত্রের মুনাফার উপর কর অব্যাহতি এনবিআরের

২০২৩ আগস্ট ২৩ ২১:০৬:৩৬
সঞ্চয়পত্রের মুনাফার উপর কর অব্যাহতি এনবিআরের

দ্য রিপোর্ট প্রতিবেদক:সঞ্চয়পত্রের মুনাফাসহ তিনখাতের আয়ের উপর কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক এস.আর.ও জারি মাধ্যমে অব্যাহতি দেওয়া হয়েছে। সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎস কর কর্তণ হার ছিল ১০২ শতাংশ ।

অন্য দুই কর অব্যাহতির খাতের মধ্যে রয়েছে মধ্যে রয়েছে সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত থেকে পাওয়া মুনাফা (১০২%) ও রপ্তানির বিপরীতে পাওয়া নগদ ভর্তূকি (১১২%)। এনবিআরের ওই এস.আর.ও তে বলা হয়েছে, এ তিন উৎস থেকে অর্জিত আয়ের বিপরীতে উৎসে কেটে নেওয়া করের পরিমাণকে চূড়ান্ত করদায় হিসেবে নির্ধারণ করা হবে এবং উৎস থেকে অর্জিত আয়ের বিপরীতে অতিরিক্ত কোনো কর পরিশোধ করতে হবে না।

সঞ্চয়পত্র থেকে অর্জিত মুনাফা ও রপ্তানির বিপরীতে পাওয়া নগদ ভর্তূকির উপর সকল করদাতাকে অব্যাহতি দেওয়া হলে ও সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত থেকে কর অব্যহতি পাবে নতুন আয়কর আইনের ১৬৬(২) অনুযায়ী রিটার্ণ দাখিল হইতে অব্যাহতি প্রাপ্ত করদাতারা।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর