thereport24.com
ঢাকা, বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১,  ১৯ জিলহজ ১৪৪৫

এমটিএফই প্রতারণা: রাজশাহীত  গ্রেপ্তার ২

২০২৩ আগস্ট ২৪ ১৪:৪৪:০৪
এমটিএফই প্রতারণা: রাজশাহীত  গ্রেপ্তার ২

দ্য রিপোর্ট প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নে এমটিএফই অনলাইন ভিত্তিক অ্যাপের প্রতারণার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ওই ইউনিয়নের বিষহরা গ্ৰামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিপেন্দ্রনাথ সাহা রাজশাহীর মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামের বাসিন্দা। তিনি বাগমারা উপজেলা খালগ্ৰাম উচ্চ বিদ্যালয়ের ধর্ম (হিন্দু) বিষয়ের সহকারী শিক্ষক। তবে তদন্তের স্বার্থে অন্যজনের নাম প্রকাশ করা হয়নি।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, রাজপাড়া থানায় এমটিফই নিয়ে একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ, সিআইডি ও পিবিআই যৌথ তদন্ত করে দুজনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, তাদের আদালতের হাজির করা হবে। এরপর রিমান্ড চাইবো। এরপর তদন্তে বাকিটা বের হয়ে আসবে। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মাধ্যমে অনেকেই এখানে ইনভেস্ট করেছে।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর