thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সূচকের উত্থানে লেনদেন শেষ 

২০২৩ আগস্ট ২৪ ১৯:৪০:৩৮
সূচকের উত্থানে লেনদেন শেষ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের শেয়ারবাজারে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। বাজারে অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক শূন্য দশমিক শূন্য ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এর মধ্যে দর বেড়েছে ৭৯টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৭১টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ৪১৩ কোটি ৪৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৭০ লাখ টাকা। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৭০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১০১ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৫৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত আছে ৬৬টির। দিন শেষে সিএসইতে ৭ কোটি ৮১ লাখ ৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর