thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

কে এই  ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান ইয়েভজেনি প্রিগোজিন!

২০২৩ আগস্ট ২৪ ১৯:৪১:৪০
কে এই  ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান ইয়েভজেনি প্রিগোজিন!

দ্য রিপোর্ট ডেস্ক:রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে রাশিয়ার পক্ষে বড় ভূমিকা পালন করছিলেন তিনি।

১৯৮১ সালে ডাকাতি ও হামলার অপরাধে ১২ বছরের কারাদণ্ড পেয়েছিলেন প্রিগোজিন। ১৯৯০ এর দশকে সেন্ট পিটার্সবার্গে একটি রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন তিনি। এরপর তাঁর পরিচয় হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।

ক্রেমলিনের বিভিন্ন খাবারের চুক্তি পাওয়ার মাধ্যমে ধনকুবের হয়ে ওঠা প্রগোজিন এক সময় ‘পুতিনের শেফ’ হিসেবে পরিচিত পান।

২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাসে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পর প্রিগোজিন গড়ে তোলেন ভাড়াটে ওয়াগনার বাহিনী। আবির্ভূত হন নির্মম সেনাপতি হিসেবে। ওয়াগনার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াই করে। বিশ্বজুড়ে রাশিয়ার স্বার্থের পক্ষে কাজ করেছে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াগনার যোদ্ধারা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সুদান, লিবিয়া, মোজাম্বিক, ইউক্রেন ও সিরিয়াতে রয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর ফের আলোচনায় চলে আসেন প্রিগোজিন। পূর্ব ইউক্রেনের সলেদার শহর দখলের রুশ অভিযানের নেতৃত্বে ছিল ওয়াগনার যোদ্ধারা। এটি বাখমুত থেকে কয়েক মাইল উত্তর-পূর্ব দিকে।

চলতি বছরের জুনে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিলেন প্রিগোজিন। তবে ২৪ ঘণ্টার মধ্যে সেটি ব্যর্থ হয়। এরপর থেকেই বেশ আলোচনায় ছিলেন তিনি।

তখন একটি জরুরি টেলিভিশন ভাষণে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ওয়াগনারের এই অভ্যুত্থান রাষ্ট্রদ্রোহিতার সমান। যে কেউ রাশিয়ান সামরিক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলেছে তাদের শাস্তি দেওয়া হবে।

ব্যর্থ অভ্যুত্থানের পর গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো ভিডিও বার্তা দিয়েছিলেন প্রিগোজিন। ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছিল, আফ্রিকা থেকে তিনি ভিডিওটি ধারণ করেছেন। এর আগে গত মাসে আফ্রিকা-রাশিয়া শীর্ষ সম্মেলনে দেখা যায় প্রিগোজিনকে।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এঘটনায় নিহত হয়েছেন আরও ৯ জন।

ভারত শুল্কহার বাড়ানোর পর রাতারাতি দেশের পাইকারি ও খুচরা বাজারে দাম বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়। গতকাল খাতুনগঞ্জের পাইকারি বাজারের আড়তে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬২ টাকা দরে। অথচ গত বৃহস্পতিবার বিক্রি হয়েছিল ৪৫ টাকা দরে।

রেডিওটুডে নিউজ/আনাম

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর