thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পহেলা সেপ্টেম্বর  রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি

২০২৩ আগস্ট ২৭ ১৬:১৫:৪৪
পহেলা সেপ্টেম্বর  রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি।

শনিবার (২৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে- শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটর পর্যন্ত বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শান্তিপূর্ণ র‌্যালির সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

বর্ণাঢ্য শান্তিপূর্ণ র‌্যালিতে মাইক ব্যবহারের অনুমতিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা প্রদান করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

এদিকে গত ২১ আগস্ট দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এরমধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন। সেদিন সকাল ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পমাল্য অর্পণ। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা এবং আলোচনা সভা।

কেন্দ্রীয় কর্মসূচির বাইরে সকল জেলা ইউনিট ও অঙ্গসংগঠনগুলো নিজেদের মতো করে কর্মসূচি পালন করবে বলেও জানিয়েছে বিএনপি।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর