thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আইএসআই থেকে বিএনপি-জামায়াতের সৃষ্টি: হানিফ

২০২৩ আগস্ট ২৮ ১৪:২০:৩৩
আইএসআই থেকে বিএনপি-জামায়াতের সৃষ্টি: হানিফ

দ্য রিপোর্ট প্রতিবেদক:পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে বিএনপি-জামায়াতের সৃষ্টি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, এ দুটি দল পরিচালিত হয় একই জায়গা থেকে। তারা কখনও আলাদা হবে না।

সোমবার (২৮ আগস্ট) রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমানও বাংলাদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেন। তার প্রমাণও তিনি রেখে গেছেন। কর্নেল ফারুক এক সাক্ষাৎকারে বলেছিলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের আগে তারা দফায় দফায় জিয়াউর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

হানিফ বলেন, বিএনপি-জামায়াত তাদের প্রতিষ্ঠাকাল থেকেই আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তারা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, হাওয়া ভবনে বসে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিলেন। আর এর সঙ্গে জামায়াতের কিছু নেতাও জড়িত ছিলেন। তাদের লক্ষ্য এক, জন্মও একই স্থান থেকে। কাজেই এরা আলাদা হওয়ার নয়, জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা তাদের কৌশলমাত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর