thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

কয়লা নিয়ে মোংলা বন্দরে পানামা পতাকাবাহী জাহাজ 

২০২৩ আগস্ট ২৮ ১৮:২৩:৫৫
কয়লা নিয়ে মোংলা বন্দরে পানামা পতাকাবাহী জাহাজ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী বানিজ্যিক জাহাজ 'এমভি জেইন'।

সোমবার সকাল ১০ টায় বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর এ্যাংকরেজে জাহাজটি নোঙ্গর করে। এর আগে গেল ৮ই আগস্ট ইন্দোনেশিয়া থেকে ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় এমভি জেইন। চট্টগ্রাম ১৯ হাজার ৫শ মেট্রিক টন কয়লা খালাস করে, অবশিষ্ট কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরে পৌছায়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, দুপুর থেকে মোংলা বন্দরে আসা জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। চট্রগ্রাম বন্দরে খালাস করা ১৯ হাজার ৫শ মেট্রিক টন কয়লা লাইটার জাহাজে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে আনা হচ্ছে। এর আগে ১৩ আগষ্ট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭‘শ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিলো বানিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর