thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সেপ্টেম্বরে জাকার্তা যাচ্ছেন  রাষ্ট্রপতি

২০২৩ আগস্ট ২৯ ১৩:১১:১০
সেপ্টেম্বরে জাকার্তা যাচ্ছেন  রাষ্ট্রপতি

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগামী ৫ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম পূর্ব-এশিয়া শীর্ষ সম্মেলন।

দুই দিনের সফরে ৫ সেপ্টেম্বর জাকার্তায় যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। একটি প্রতিনিধিদল নিয়ে এ সম্মেলনে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর।

রাষ্ট্রপতির জাকার্তায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছে কূটনৈতিক বিভিন্ন সূত্র।

ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, এবার ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়া। বর্তমানে আসিয়ানের চেয়ারের দায়িত্ব পালন করছে দেশটি। জাকার্তায় অনুষ্ঠেয় এ সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।

কিন্তু একই সময়ে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকায় জাকার্তায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী। সেজন্য আসিয়ানের প্রতি ঢাকার সমর্থন ও সম্পর্ক বিবেচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সূত্র জানায়, আসিয়ানের সঙ্গে বাংলাদেশের যে কমিটমেন্ট এবং সম্পর্ক উন্নয়নের চেষ্টা, তার বহিঃপ্রকাশ হিসেবে রাষ্ট্রপতি যাচ্ছেন। আর জাকার্তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, ওআইসির সদস্য দেশ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর