thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সূচকের পতন

২০২৩ আগস্ট ২৯ ১৭:৩৫:৩১
সূচকের পতন

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের শেয়ারবাজারে টানা দুই দিন সূচক উত্থানের পর মঙ্গলবার (২৯ আগস্ট) তা পতন হয়েছে। এদিন বাজারে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। বাজারে অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে ৬ হাজার ২৯০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৭১ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩২০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩ কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১২৭ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ৩৯১ কোটি ৫৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ৯ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৬০৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ১৪ পয়েন্ট কমে ১১ হাজার ১২২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৬০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত আছে ৭৬টির। দিন শেষে সিএসইতে ৬ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর