thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

এবার  ড. ইউনূসকে নিয়ে বিএনপির বিবৃতি

২০২৩ আগস্ট ২৯ ১৭:৪২:৩০
এবার  ড. ইউনূসকে নিয়ে বিএনপির বিবৃতি

দ্য রিপোর্ট প্রতিবেদক:হঠাৎ করে দেশ ও দেশের বাইরের বিভিন্ন মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে উদ্বেগ জানাচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক নানান মহল।

ড. ইউনূসকে হয়রানি বন্ধ করতে গতকাল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনসহ ১০০ জনেরও বেশি নোবেল বিজয়ীসহ প্রায় ২শ’ জন বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার ড. ইউনূসের বিরুদ্ধে ‘মামলাবাজি বন্ধের’ আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি এক বিবৃতিতে এই আহ্বান জানান।

দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস হলেন এই জাতির একজন সূর্যসন্তান। শত বছর পরেও এই জাতির মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সাথে এই দেশের সরকার কী রকম নীচ আচরণ করেছিলো। ওনার বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

ড. ইউনূসকে দেশের একজন কীর্তিমান ব্যক্তি মন্তব্য করে বিবৃতিতে আরও বলা হয়, ওনাকে যারা ছোটো করতে চান, অপমান করতে চান তারা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে ওনাকে হেনস্তা করা বন্ধ করুন। এইসব মামলাবাজি বন্ধ করুন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর