thereport24.com
ঢাকা, সোমবার, ৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১,  ১ মহররম 1446

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এশিয়া কাপ শুরু টাইগারদের

২০২৩ আগস্ট ৩১ ১১:৫৩:৩৮
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এশিয়া কাপ শুরু টাইগারদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:হাইব্রিড মডেলে শুরু হওয়া এশিয়া কাপ টুর্নামেন্টের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের। পাল্লেকেল্লেতে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ সময় আজ বিকাল ৩.৩০টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের প্রথম ম্যাচের আগের দিন দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। জ্বরের কারণে দলের সঙ্গে যেতে না পারা টাইগার ওপেনার লিটন দাস শেষ পর্যন্ত ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকেই। জায়গায় ডাক পেয়েছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার এনামুল হক বিজয়।

এদিকে শ্রীলঙ্কা দলেও একের পর এক আঘাত হেনেছে চোট। স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাসহ একাধিক তারকা ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করেছে তারা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গতকাল লঙ্কান অধিনায়ক দাশুন শানাকা বলেন, "এটা আসলে বাইরের ব্যাপার বলেই মনে হয়। আমাদের দুই দলের খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক ভালো। বাইরের ব্যাপার তো নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের মধ্যকার ভাতৃত্ব ভালো।"

এশিয়া কাপ মিশনে যাওয়ার আগে টাইগাররা জানিয়ে গেছে টুর্নামেন্ট জয়ের লক্ষ্যের কথা। লঙ্কানদের ঘরের মাটিতে তাদের প্রথম ম্যাচে হারাতে হলে ভাঙতে হবে দীর্ঘ ৬ বছরের অপেক্ষা। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে লঙ্কায় ম্যাচ জিতেছিল সবশেষ ২০১৭ তে। শ্রীলঙ্কার ঘরের মাটিতে তাদের বিপক্ষে ২২ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র দুইটিতে। ১৮টি হারের পাশাপাশি দুইটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছিল ২০১৯ এ। মিরপুরে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতলেও হেরেছিল সবশেষ ম্যাচটি। অবশ্য শ্রীলঙ্কার মাটিতে টাইগাররা সব শেষ খেলেছে ২০১৯ সালে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর