thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে:  দুদু

২০২৩ আগস্ট ৩১ ১৭:৫৬:৩৪
নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে:  দুদু

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে। যারা ভাবে আওয়ামী লীগ ও বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে, তারা বোকার স্বর্গে বাস করছে।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘কোনোভাবেই দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্দলীয় সরকার নিয়ে আপসের কোনো সুযোগ নেই।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের নির্দলীয় সরকারের দাবি আওয়ামী লীগ মেনে নিলে তাদের জন্যই ভালো হবে।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর