thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সরকার পতনের মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই: কাদের

২০২৩ সেপ্টেম্বর ০১ ১৬:৫৯:৩৫
সরকার পতনের মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগ নয়, বিএনপি নেতারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার পতনের মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, ২০২৪ সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পুরোপুরি শেষ হবে। তাই এখন কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশটি উদ্বোধন হলেও পুরোপুরি সুফল পাওয়া যাবে না। মতিঝিল পর্যন্ত চালু হলে সুফল পাবে রাজধানীবাসী। বিএনপি যেন আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করতে না পারে সেজন্য আগামী নির্বাচন পর্যন্ত দলের নেতা-কর্মীদের সতর্ক পাহারার আহ্বান জানান।

তিনি বলেন, সরকার পতনের রাজনৈতিক শক্তি বিএনপির নেই। দলটির নেতারা নিজেরাই অস্তিত্ব সংকটে রয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর