thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

উদ্বোধন হলো বাংলাদেশ স্ট্রাটেজি সামিট

২০২৩ সেপ্টেম্বর ০২ ২১:০৯:২৫
উদ্বোধন হলো বাংলাদেশ স্ট্রাটেজি সামিট

দ্য রিপোর্ট প্রতিবেদক: অর্থনৈতিক স্থায়িত্ব উন্নতিকরণ’-এই প্রতিপাদ্যকে এই সামনে রেখে তৃতীয়বারের মতো বাংলাদেশের একমাত্র তথ্য ব্যবস্থাপনা প্লাটফর্ম ভেলর অব বাংলাদেশের আয়োজনে উদ্ধোধন হয়েছে "বাংলাদেশ স্ট্রাটেজি সামিট"।

আজ (শনিবার) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এই সামিটের প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয়। এদিন একাধিক সিরিজ আলোচনায় (প্যানেল ডিসকাশন) দেশীয় ও বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহিরা অংশ নেন। উদ্বোধনী দিনের আলোচনায় অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। আরো উপস্থিত ছিলেন ঢাকা স্টক একচেঞ্জের পরিচালক রুবাবা দৌলা ও সিপিডির রিসার্চ পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম।

আলোচনার শুরুতে ভেলর অফ বাংলাদেশের চেয়ারম্যান আনিস এ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া এদিন আরো আলোচনায় অংশ নেন মিচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ইউনিলিভার কনজ্যুমারস কেয়ার চেয়ারম্যান মাসুদ খান, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলি রেজা ইফতেখার, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন এবং বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ প্রমুখ। আলোচকগণ মুদ্রাস্ফীতি, জ্বালানি অবকাঠামো, ফরেক্স ম্যাট্রিক্স, আরএমজি এবং ম্যানুফ্যাকচারিং, কৃষি অর্থনীতি, ব্যাংকিং ও ফাইন্যান্স, ডিজিটাল অর্থনীতি বিষয়ে আলোচনা করেন।

আগামীকাল (সোমবার) সামিটের দ্বিতীয় ও সমাপণী দিনের আলোচনায় অংশ নেবেন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম ও বিএসইসি চেয়ারম্যান শেখ শামসুদ্দিন আহমেদ সহ একাধিক দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীগণ।

উল্লেখ্য, ভেলর অব বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ স্ট্র্যাটেজি সামিট ২০২৩' মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড দ্বারা উপস্থাপিত, সাজিদা ফাউন্ডেশন ও হেইলিভেরি ভালুকা দ্বারা পরিচালিত। এবারও মিডিয়া পার্টনার হিসেবে আছে দ্য ডেইলি স্টার।

(দ্য রিপোর্ট/ ২ সেপ্টেম্বর/ দুইহাজার তেইশ)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর