thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

একাদশে পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ

২০২৩ সেপ্টেম্বর ০৩ ১১:৫৯:৫১
একাদশে পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানদের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তানের গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় অবশ্য পায়নি বাংলাদেশ। ম্যাচের আগেরদিন অনুশীলনের সুযোগ পেয়েছে সাকিবের দল। এতো কম সময়ে কিভাবে নিজেদের মানিয়ে নেয় বাংলাদেশ সেটাই দেখার বিষয়।

আফগানদের বিপক্ষে পরীক্ষাটা কঠিন হবে তা তো বলাই যায়। বিশেষ করে রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবীদের নিয়ে গড়া বিশ্বমানের স্পিনারদের বিরুদ্ধে কঠিন পরীক্ষাই দিতে হবে ব্যাটারদের।

আর পেস আক্রমণে ফজল হক ফারুকীও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা আছে। প্রথম ম্যাচে একাদশে দেখা না গেলেও এই ম্যাচে ওপেনিংয়ে নাঈম শেখের পরিবর্তে এনামুল হক বিজয়কে দেখা যেতে পারে। এছাড়া আফগানরা ব্যাটিংয়ে কিছুটা পিছিয়ে, তাই একাদশে ৪ পেসারকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদ-

তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর