thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বিভেদের মাধ্যমে সমাধান হবে না: বিচারপতি আব্দুস সালাম

২০২৩ সেপ্টেম্বর ০৩ ১২:০৮:৪৮
বিভেদের মাধ্যমে সমাধান হবে না: বিচারপতি আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক : সরকার চরম মানবাধকিার লংঘন করছে। রাষ্ট্রকে জটিল সমীকরণরে মধ্যে ফেলে দিয়েছে। বিভেদ তৈরী করছে। বিভেদের মাধ্যমে সমাধান হবে না বলে মন্তব্য করছেনে সাবকে বিচারপতি আব্দুস সালাম।

শনবিার (২সপ্টেম্বের) সকালে জাতীয় প্রেসক্লাবে ওয়ার্ল্ড হিউম্যানরাইটস অব বাংলাদশে-এর উদ্যোগে মানবাধকিাররে উপর এক আলোচনা সভায় এসব কথা বলনে তিনি।

বিচারপতি আব্দুস সালাম আরও বলনে, গুম খুন হত্যা, নির্যাতন একটি নৈমত্তিকি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আইনকে কলঙ্কতি করা হয়ছে। কোথাও আইন নেই। আইনরে অপপ্রয়োগ চোখে পড়ছে। মানুষরে মত প্রকাশের স্বাধীনতা নাই বললেই চলে। পরপর দুটি নির্বাচন বাংলাদশেরে মানুষের ভোটাধিকার খর্ব করছে। দিনের ভোট রাতে হওয়ার মতো নজির পৃথীবিতে আর দ্বিতিয়টি নাই।

এ বিরাজমান পরস্থিতিতে একটি দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকাররে মাধ্যমে নির্বাচন পরিচালিত হলে দেশে মানবাধকিার নিশ্চিত হবে। পটুয়াখালী বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববদ্যালয়রে সাবেক ভিসি প্রফসের ড. আবদুল লতিফ মাসুম তার সভাপতির বক্তব্য বলনে, মানবাধকিার ব্যতিত গণতন্ত্র কল্পনা করা যায় না। আবার গণতন্ত্র ছাড়া মানবাধিকার অস্ত্বীহিন। আইন চিনে না সাদা কালো। আইন চিনে না র্পূব পশ্চিম। আইনতো আইন। বিকারগ্রস্ত শাসনব্যবস্থা জনগনের জন্য কখনো কল্যাণ বয়ে আনে না।

প্রকৌশলী জিয়া হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করনে অ্যাডভোকটে ফারজানা শারমনি। এ ছাড়াও বক্তব্য প্রদান করনে ব্যারস্টিার নাসরি উদ্দনি অসীম, সাবকে ডপেুটি অ্যার্টনি জেনারেল আকবর হোসাইন, এডভোকটে নুরুল আমনি মিয়া, অ্যাডভোকটে পারভজে হোসাইন, প্রফসের আকবর আলী সিরাজী,সাবেক সুপ্রমি র্কোটরে রেজস্ট্রিার ইকতদোর আহমদে,মনোয়ার শামসী সাখাওয়াত প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর