thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

অবস্থার অবনতি:  নিবিড় পর্যবেক্ষণে  খালেদা জিয়া

২০২৩ সেপ্টেম্বর ০৪ ১৪:৪৭:৫৯
অবস্থার অবনতি:  নিবিড় পর্যবেক্ষণে  খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে বিএনপি নেত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক সদস্য বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তের হিমোগ্লুবিনের মাত্রা কমেছে। এ ছাড়া পেটে পানি বেড়েছে, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স দেখা দিয়েছে। এ কারণে ঘুম হচ্ছে না। শারীরিক অবস্থা কয়েক দিন ধরে অবনতি হচ্ছে। তাই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার লিভারের সমস্যা জটিল হচ্ছে। এর শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। তবুও বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে। এ জন্য তাকে বারবার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এর আগে, গত ৯ আগস্ট নানান শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার আগে গত বছরের জুনে বিএনপি নেত্রীর এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর